ভিশন : মানসম্পন্ন কৃষি উপকরণ (বীজ) সরবরাহ।
মিশন : উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের বীজ ডিলার ও কৃষক পর্যায়ে সরবরাহ নিশ্চিত করা।
ক্র:নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রাদানের সময়সীমা |
১ |
বিএডিসি’র বীজ ডিলার হিসেবে নিবন্ধন প্রদান |
ক) নির্ধারিত ফর্মে আবেদন প্রাপ্তি। খ) আবেদন যাচাই বাছাই। গ) কমিটির সুপারিশ ঘ) লাইসেন্স প্রদান |
ক) নির্ধারিত ফরমে আবেদন। খ) পাসপোর্ট সাইজের সত্যায়িত তিন কপি ছবি গ) হালনাগাদ ট্রেড লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি ঘ) আর্থিক স্বচ্ছলতার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ঙ) বীজ সংরক্ষনাগার/দোকান/ বিক্রয় কেন্দ্রের মালিকানার প্রমানপত্র/ভাড়ার চুক্তিপত্র। চ) নাগরিকত্ব সনদপত্র ছ) যৌথ ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যৌথ ব্যবসার চুক্তিপত্র এবং Power of Attorny সার্টিফিকেট জ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। ঝ) কৃষি মন্ত্রণালয়ের হালনাগাদ বীজ ডিলার লাইন্সেসের সত্যায়িত ফটোকপি |
ক) আবেদন ফরম মূল্য- ২০০/- টাকা। খ) লাইসেন্স ফি- ৫০০০/- (পাঁচ হাজার) টাকা। |
প্রতি বছর ৩১ জুলাই হতে ৩১ আগস্ট পর্যন্ত |
২ |
কৃষক পর্যায়ে বীজ বিক্রয় |
সরাসরি জেলা/উপজেলা বীজ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে। |
কৃষি উপকরণ কার্ড |
সরকার নির্ধারিত মূল্য |
তাৎক্ষনিক |
৩ |
ডিলার পর্যায়ে বীজ বিতরণ |
ক) চাহিদাপত্র প্রাপ্তি খ) আদেশ জারী। |
ক) বীজের চাহিদা পত্র। খ) বীজডিলার লাইসেন্সের কপি। |
সরকার নির্ধারিত মূল্য, ব্যাংক ড্রাফট/ পে-অর্ডারের মাধ্যমে। |
৩ (তিন) কার্য দিবস (মজুদ থাকা সাপেক্ষে) |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS